Sunday, 28 December 2014


ক্রিসমাস ডে

ক্রিসমাস বড়দিন বর্ষে বর্ষে আসে।
পঁচিশ তারিখ এলে ডিসেম্বর মাসে।
ক্রিসমাস ট্রি সাজানো খোলা বারান্দায়,
দামী দামী কেক কাটে মজা করে খায়।

রঙিন বেলুন কত উড়িছে চৌদিকে,
শিশুগণ সুসজ্জিত, সুন্দর পোষাকে।
ঝোলা কাঁধে স্যান্টাক্লজ, উপহার হাতে,
শিশুদের সাথে মিশে, আনন্দেতে মাতে।

একে একে সবাকারে দেয় উপহার,
ক্রিসমাস বড়দিনে খুশির জোয়ার।
সু-সমাচার, বাইবেল, উপহার নানা,
গীর্জাতে গীর্জাতে হয় যীশুর প্রার্থনা।


পরমপিতা প্রভু যীশু, ঈশামসীহ নাম,
তাঁর সৃষ্ট  চন্দ্র, সূর্য আর ধরাধাম।
এসো ভাই সবে মিলে, এই গান গাই,
জাতে খ্রিস্টান হলেও, মোরা ভাই ভাই।

English poem for Jesus Christ

We are for the Lords,
Not for others,
We are for the Lords,
And so for others.         (Sree Sree Thakur)

 हिन्दी कविता यीशुख्रीष्ट के लिए
हमें यीशु के लिए,
दुसरों के लिए नहीं।
हमें यीशु के लिए,
इसलिए सभी के लिए।          (श्री श्री ठाकुर)

বাংলা কবিতা যীশুর তরে
মোরা প্রভু যীশুর তরে,
নই মোরা অন্যের তরে,
মোরা শুধু তাঁরই তরে,
তাই সবাকারই তরে।                   (শ্রী শ্রী ঠাকুর)

অসমীয়া কবিতা যিশুৰ বাবে

আমি যিশুৰ বাবে
আনজনৰ বাবে নহয়,
আমি কেৱল যিশুৰ বাবে
এতিয়া সকলোৱে যিশুৰ বাবে।     (শ্ৰী শ্ৰী ঠাকুৰ)

ଓଡ଼ିଆ କବିତା ଯୀଶୁ ପାଇଁ

ଆମେ ଯୀଶୁର ପାଇଁ
ଅନ୍ୟ ପାଇଁ ନୁହେଁ,
ଆମେ ଯୀଶୁର ପାଇଁ
ଏବଂ ସଭିଁଏ ପାଇଁ           (ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର)











No comments:

Post a Comment