Tuesday, 9 December 2014

নুপুরের ঝংকার

জলধিতরঙ্গে শুনেছি আমি,
শুনেছি নুপুরের ঝংকার,
দেরী নাই ওগো আর দেরী নাই,
দাও খুলে রুদ্ধ দুয়ার
উত্তুরে হাওয়া বয়,
দেরী নয় ওগো আর দেরী নয়
হিমেল পরশে, ঘন কুয়াশায়,
আকাশ হয়েছে আঁধার
শুনেছি নুপুরের ঝংকার
ছন্দে সুরে সুরে তান
ভোরের পাখিদের গান
ওগো পাখিদের গান
শীতের ছোঁয়া লেগে, ভোরের হাওয়া
দোলা দেয় হৃদয়ে আমার
জলধিতরঙ্গে শুনেছি আমি,

শুনেছি নুপুরের ঝংকার

No comments:

Post a Comment