Tuesday, 9 December 2014

রক্তদান

শোন ওরে মানুষ ভাই,
ডাক দিয়েছে চল যাই
মিশে যাই মানুষের ভিড়ে

এক ফোঁটা রক্তদান,
রক্ত দিলে বাঁচে প্রাণ,
চলো যাই রক্তদান শিবিরে

বিন্দু বিন্দু রক্ত ঘাম,
জীবনের অনেক দাম,
সারা জীবন রক্ত ঝরায়

দুফোঁটা রক্তের তরে,
কত প্রাণ অকালে ঝরে,
জীবনের কোন দাম নাই

রক্তদান মহান দান,
রক্ত দিলে বাঁচে প্রাণ,
সবারে তাই করি আহ্বান

মানুষকে ভালবেসে,
মানুষের পাশে এসে,
এস সবাই করি রক্তদান















1 comment:

  1. এই সকল কবিতাই বাচিঁয়ে রেখেছে আমাদের,রক্ত দানের উৎসাহ দাতা,খুব সুন্দর।

    ReplyDelete