Tuesday, 16 December 2014

           আলো আঁধার
সকাল হলো, ফুটলো আলো, পাখি গাছে গান গায়,
ময়না চড়ুই, করছে খেলা, বাড়ির খোলা বারান্দায়
সোনার আলো ছড়িয়ে রবি, পূব আকাশে ওঠে,
বাগানের ঐ ফুলগুলি সব, সুন্দর হয়ে ফোটে
ফুলের গন্ধে, মেতে ওঠে মন, কোকিল ডাকে গাছে
গাছের শাখে, পাতার ফাঁকে, দোয়েল ফিঙে নাচে
গাঁয়ের কৃষক, সারাদিন ধরে, মাঠে মাঠে কাটে ধান
গোঠের রাখাল, নিয়ে গরুপাল, মেঠো সুরে গায় গান
গাঁয়ের বধূ, কলসী কাঁখে, স্নান সেরে ফেরে ঘরে,
সাদা বক এক, নদী চরে বসে, দেখি ছোট মাছ ধরে
গাঁয়ের পথে, উড়িয়ে ধূলো, দীনু চালায় গোরুর গাড়ি,
ধানের আঁটি, বোঝা মাথায়, চাষী যাচ্ছে আপন বাড়ি
শেষ হয় দিন, পড়ে আসে বেলা, সাঁঝের আঁধার নামে
রাতের আকাশে, চাঁদ তারা হাসে, ক্লান্ত অলস গ্রামে





















No comments:

Post a Comment