আলো আঁধার
ফুলের সুগন্ধে, সুরের ছন্দে
ভুবন মেতেছে আনন্দে।
প্রকৃতি কন্যা, রূপসী অনন্যা
নাচিছে সুর, তাল ও ছন্দে।
পোহালে যামিনী, উঠে দিনমনি
দিঘিতে ফুটে ওঠে কমল।
প্রভাতী হাওয়ায়, দোলা দিয়ে
যায়
ধেয়ে আসে অলির দল।
নিয়ে গরুপাল, চলেছে রাখাল
বাঁশি লয়ে নিজ হাতে।
কাস্তে হাতে, চাষীরা মাঠে
সারাদিন ধান কাটে।
পাখির
পাখায়, আলোক হারায়,
সূর্য
যায় অস্তাচলে।
কান্না
ও ঘামে, আঁধার নামে,
দিন অবসান
হলে।
No comments:
Post a Comment