Tuesday, 9 December 2014

ভোরের আলো

ভোরের আলো উঠল ফুটে,
রাতের আঁধার কাটে
নিয়ে গরুর পাল, গাঁয়ের রাখাল,
চলেছে দূরের মাঠে

ভোরের বেলা উঠে দেখি
ঘুম ভাঙানো পাখি,
গাছের শাখে, পাতার ফাঁকে,
করছে ডাকাডাকি

গাঁয়ের চাষীরা, করে মাঠে চাষ,
মাঠে মাঠে বেলা কাটে
দেখি খেয়ামাঝি, তরী টেনে আজি,
লাগায় নদীর ঘাটে

রাতি কেটে ভোর হয়,
সকালে সূর্য ওঠে
দিঘির ঘোলা, কালো জলে
শালুক পদ্ম ফোটে















No comments:

Post a Comment