Tuesday, 9 December 2014


পৃথিবীর চোখে জল

কান্না দিয়ে কেনা পৃথিবীর
চোখে আজ জল
সততা ভুলে গিয়ে মানুষ
হয়েছে উচ্ছৃঙ্খল

অন্যায়, অবিচার, স্বেচ্ছাচার,
দিকে দিকে শুধুই হাহাকার

ন্যায়নীতি ভুলে কারা
দুনিয়াকে করেছে বিকল?
কান্না দিয়ে কেনা পৃথিবীর
চোখে আজ জল

কালের চাকা কেবল ঘুরছে,
প্রতিদিন কত মানুষ মরছে,

ভুখা মিছিলে হয়েছে সামিল
ক্ষুধাতুর মানুষের দল
মানুষের নেই আজ মান ও হুঁশ
মানুষ হয়েছে আজ সবাই অমানুষ,

মানুষে মানুষে আজ খুনোখুনি,
তবুও ঝরে না চোখে জল
কান্না, ঘাম, রক্তে গড়া
মর্য্যাদার প্রাসাদ নকল

কান্না দিয়ে কেনা পৃথিবীর
চোখে আজ জল
মানুষের চোখে তবুও কেন
ঝরে না নয়নের জল




















No comments:

Post a Comment