Saturday, 23 May 2015





                         জীবনে চলার সাথী


ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা
হৃদয়মাঝে তুমি যে আমার আঁধার রাতের তারা

তোমার রূপে মোর মুগ্ধ আঁখি
বারেবারে তাই তোমারে দেখি,

মনের জগতে তুমি আমার জীবন নদীর ধারা
বিশ্বজুড়ে চলার পথে আমি পথিক, পথহারা

এগিয়ে এসে হাতটি ধরো হই যদি কভু দিশাহারা
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

জীবনপথে চলতে গিয়ে,
ধন্য আমি তোমায় পেয়ে,

সংসারে জীবন চলার পথে তুমি যে আমার ধ্রুবতারা
ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

মোর চলার পথে তুমি সাথী  
আমার জীবনে ব্যথার ব্যথী

ভালবেসে তুমিই প্রথম, ভেঙেছো হৃদয়কারা

হৃদয়মাঝে তুমি যে আমার, আঁধার রাতের তারা

Thursday, 21 May 2015

   বৃষ্টি পড়ে টাপুর টুপুর

                      বৃষ্টি পড়ে
                      টাপুর টুপুর,
                      বৃষ্টি ভেজা
                      সারা দুপুর।

সারাদিন
বৃষ্টি ঝরে,
গরু থাকে
গোয়ালঘরে।


                     বৃষ্টি পড়ে
                     মেঘ ডাকে,
                     পাখিরা সব
                     বাসায় থাকে।

গামছা গায়ে
হীরু দাস,
মাঠের আলে
কাটে ঘাস।

                      আঙিনায়
                      ধীরু পাল,
                      বাঁধে গরু
                      রাখে হাল।

গাঁয়ের বউ
কুয়ো তলায়,
জল তুলে
বাড়ি যায়।

                      রাজহাঁস
                      পুকুর-পাড়ে,
                      ঘন ঘন
                      পাখা নাড়ে।

সাঁঝের বেলা
সূয্যি ওঠে।
বৃষ্টি বাদল
গেছে টুটে।

Thursday, 14 May 2015


মোদের গ্রাম

ঐ যে দূরে, নদীর ধারে,
ছোট্ট মোদের গ্রাম
সেই গাঁয়েতে জন্ম আমার,
সেই গাঁ আমার প্রাণ

ছোট ছোট ছেলে, সকাল হলে
রোজ পাঠশালাতে যায়
গাঁয়ের রাখাল, নিয়ে গরুপাল,
মাঠে মাঠে গরু চরায়

ছোট ছোট ফুল, ফুটেছে কত,
ফুল-বাগানের মাঝে
মধুকর করে, মধু আহরণ
প্রত্যহ সকাল-সাঁঝে

ছোট গাঁয়ে, ছোট ছোট ঘর
অশ্বত্থ ও তেঁতুল গাছ
কাজলা দিঘিতে, জেলেরা সবে
প্রতিদিন ধরে মাছ

গাঁয়ের তাঁতিরা, সারাদিন বুনে
ধূতি, গামছা, শাড়ি
গাঁয়ের কুমোর, মাটি দিয়ে গড়ে
মাটির কলসি হাঁড়ি

ময়রা মুদি, অতি ভোরে উঠি
মিষ্টি সন্দেশ বানায়,
গাঁয়ের কামার, কামার শালায়,
দিনরাত হাতুড়ি চালায়

আমার গাঁয়ে, দিনের শেষে
সাঁঝের আঁধার নামে,
রাতের আকাশে, জোছনা হাসে,
ক্লান্ত নিঃঝুম গ্রামে