Monday, 23 March 2015

নতুন সকাল

রাতের আঁধারে ঝিঁঝিঁ পোকা
কেঁদে মরে মাথা কুটে
অর্জুন গাছের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বলে ওঠে
রাতে চাঁদ নেই আকাশে,
তারারা আকাশের গায়
গাঁয়ের নদী, কুলু কুলু রবে
সাগরের পানে ধায়
হৃদয়ে জমানো ব্যথার পাহাড়
কেড়ে নেয় রাতের ঘুম
রাতের আঁধার ধরণীর বুকে
শুয়ে থাকে নিঝ্ঝুম
রাতের শেষে ভোরের আকাশে
শুকতারা কথা কয়
গাছে গাছে শুনি, পাখিদের গান
নতুন সকাল হয়

Friday, 20 March 2015

     একুশে ফেব্রুয়ারী

কত শহীদের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী
মাতৃভাষা দিবস মোরা
ভুলতে কি আর পারি?

একুশে ফেব্রুয়ারী, নিয়েছে কেড়ে
কত শহীদের প্রাণ;
কত না মায়ের ঝরেছে অশ্রু,
কেবা রাখে তার সন্ধান

দেশের মানুষ যে ভাষাতে,
গর্বের সাথে কথা কয়,
বাঙালীর আশা, বাঙালীর ভাষা,
মাতৃভাষা তুচ্ছ নয়

উর্দু হবে রাষ্ট্র ভাষা,
আবার কেমন কথা
বাঙালী হয়েও বুঝিতে না চায়,
বাঙালীর মর্মব্যথা

নতুন সকাল ঘোষণা করিছে,
আজি এল শুভদিন
শহীদ স্মরণে শহীদ মরণে,

শোধ কর সবে রক্তঋণ
      ঋতুরাজ বসন্ত

ষড়ঋতু শ্রেষ্ঠ তুমি, বঙ্গে ঋতুরাজ !
সবুজের সমারোহ দিকে দিকে আজ
বসন্তের আগমনে ডাকিছে কোকিল,
মৃদুমন্দে, ছন্দে ছন্দে, বহিছে অনিল

সুশীতল সমীরণে মেতেছে ভুবন,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, হরষিত মন
সৌরভ ছড়ায় পুষ্প, পুষ্পিত কাননে,
নিত্য আসে মধুকর, মধু আহরণে

বসন্তে সজ্জিত নব নব কিশলয়,
সুসজ্জিত বৃক্ষরাজি শোভে শোভাময়
পূর্ণিমার আকাশেতে, রাতে চাঁদ ওঠে,
জোছনায় নদীজলে, তারাগুলি ফোটে

চতুর্দিক ঝিকমিক, জোনাকিরা জ্বলে,

রাত কাটে ভোর হয়, ধরণীর কোলে

Thursday, 12 March 2015

দোলযাত্রা

পূর্ণিমায় দোলযাত্রা, রঙের বাহার,
হৃদয়ে পুলক জাগে, খুশিতে সবার
ফুটেছে পলাশ ফুল, লোহিত বরণ,
প্রকৃতির শোভা হেরি, হরষিত মন

ব্রজধামে হোলি খেলে, ব্রজের নন্দন,
রাই কানু এক সাথে, সঙ্গে গোপীগণ
রঙে রঙে ব্রজপুরে, ছেয়েছে আকাশ,
আবীর রাঙানো রবি, হাসিছে বাতাস

কচিকাচা, ছেলে বুড়ো, কিশোর কিশোরী,
সবে মিলে হোলি খেলে, মারে পিচকারী
হাতে রং, মুখে রং, রং লাগে গায়ে,
ছোটরা আবীর দেয়, বড়োদের পায়ে

ধন্য পূণ্য দোল যাত্রা, মহা ধূম ধাম
বর্ষে বর্ষে দোল আসে, নাহিক বিরাম



হোলির গান

রঙের ফাগুন,
লাগায় আগুন
যৌবনে
মৌ-মাছি
উড়ে নাচি,
মৌবনে
ধরায়,
রং ছড়ায়,
গানে গানে
রং লাগায়,
জং ধরায়,
প্রাণে প্রাণে
বন পলাশ
ভরে আকাশ
সৌরভে
নদীর পাড়ে,
বাঁশ ঝাড়ে
সূয্যি ডোবে
হোলির দিন,
স্বপ্ন রঙিন,
মনে ভাসে
বছর শেষে,
ফাল্গুন মাসে,
হোলি আসে


Ø  কবিতার আসরের সবাইকে জানাই দোল পূর্ণিমার
 আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা
















Monday, 9 March 2015

রোদনভরা ফাল্গুনে

ফুল ফুটেছে, মৌ-বনে আজ
এলো না মধুকর
প্রদোষকালে ঝঞ্ঝা বাতাস
ভাঙলো সুখের ঘর

ছিন্ন গোলাপ কাঁদে পড়িয়া ধূলায়,
ডাকে মধুকরে, আয় কাছে আয়

নয়নের জলে নদী বয়ে যায়,
নিঃশ্বাসে বহে ঝড়
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফুল বাগিচায় ভোরের হাওয়ায়,
ফুটেছে কত ফুল,
অপ-দেবতার অভিশাপে
সব হয়ে গেছে ভুল

দমকা হাওয়ায় নিভলো প্রদীপ,
ভাঙল ঝড়ে খেলা ঘর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর


কামনার রাঙা গোলাপ
প্রেমের শতদল
কামনার নদীতে আজ
কানায় কানায় পূর্ণ জল

যৌবনে রং লেগেছে, তবুও
ব্যথায় ভরা মোর অন্তর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর

ফাগুনের আগুনে পুড়ে গেল অন্তর,
হৃদয়ে আছে জমা বেদনার বালুচর

মাঝ দরিয়ায় উঠল তুফান,
এলো ঝঞ্ঝা ভয়ংকর
ফুল ফুটেছে মৌ-বনে আজ
এলো না মধুকর